বাংলাদেশের অন্যতম ডাকাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাম্প্রতিক সময়ে ভয়াবহভাবে বেড়েছে খুন ও ডাকাতির ঘটনা। শুধু ডাকাতিই নয়, প্রতিদিনই ঘটছে হত্যাকাণ্ড, আত্মহত্যা ও গণপিটুনির মতো মর্মান্তিক ঘটনা। এতে আতঙ্কে দিন কাটছে স্থানীয় সাধারণ মানুষের।
গত কয়েকদিনে আড়াইহাজারে গণপিটুনিতে ৩ জন নিহত, ২ জন আত্মহত্যা, এবং একাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলার অবনতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ক্ষুব্ধ জনগণ নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আজ (মঙ্গলবার) সকালে ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় ছুরিকাঘাতে আহত ইমন (২২) নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুই দিন আগে এলাকার এক বিবাদের জেরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি আড়াইহাজারে চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো ঘটনা বেড়ে গেছে কয়েকগুণ। রাতের বেলায় পাহারায় থাকা লোকজনও নিরাপদ নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কম থাকায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, অবিলম্বে পুলিশি টহল বৃদ্ধি, রাতের নিরাপত্তা জোরদার, এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে—নচেৎ আড়াইহাজারের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।