গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে মালয়েশিয়ার ২৩ জন নাগরিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটক নাগরিকদের মুক্তির জন্য কূটনৈতিক উদ্যোগ নিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এক ভিডিও বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, আটক মালয়েশীয় নাগরিকদের নিরাপদ মুক্তির জন্য তিনি মধ্যপ্রাচ্যের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে আলোচনা করবেন। এ ক্ষেত্রে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ বিশ্ব নেতাদের সহযোগিতা চাইবেন বলেও উল্লেখ করেন।
এর আগে, ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার একাধিক জাহাজে অভিযান চালিয়ে যাত্রীদের আটক করে। আন্তর্জাতিক জলসীমায় নৌকাগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয় এবং জলকামান দিয়ে আক্রমণ চালানো হয়। ফ্লোটিলা থেকে ইতোমধ্যেই দুই শতাধিক কর্মী ও সামাজিক আন্দোলনকর্মীকে বন্দি করেছে ইসরায়েল।
প্রায় ৪০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার অবরোধ ভেঙে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ শুরু করেছিল। কিন্তু বুধবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী অন্তত ২১টি নৌযান আটক করেছে বলে জানা গেছে।
অন্যদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “গাজার উদ্দেশ্যে যাওয়া সহায়তা নৌবহরে ইসরায়েলের হামলা ও আটকানোর ঘটনা গভীর উদ্বেগজনক। নৌযানগুলোর যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতার পূর্ণ দায়িত্ব ইসরায়েলের।”
এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হানা দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। মানবিক করিডর খোলার এই উদ্যোগকে থামিয়ে দেওয়ায় আন্তর্জাতিক মহলে ইসরায়েলের সমালোচনা বাড়ছে।