গাজায় মানবিক সহায়তাকারী জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) আটকে দিলে ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়া। পাশাপাশি, দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সুমুদ নুসানতারা কমান্ড সেন্টার (এসএনসিসি) পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সুমুদ ফ্লোটিলায় হামলা চালানো হলে আমরা তীব্র প্রতিবাদ শুরু করব। শান্তি প্রস্তাব দেয়া দেশগুলো— ইতালি, স্পেন, চীন ও তুরস্কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আগামী দিনগুলো কঠিন হতে চলেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ জাহাজের অভিযাত্রীদের সাহসিকতা প্রতিকূলতা কাটিয়ে এক উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করবে।”
আনোয়ার আরও জানান, শুধু প্রতিবাদ নয়, ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগগুলোকেও মালয়েশিয়া সমর্থন দেবে। আসন্ন ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গাজার সংঘাতের একটি কার্যকর সমাধান আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মানবিক এই মিশনে ৪৫টি দেশের কর্মীরা রয়েছেন, যাদের মধ্যে ৩৪ জন মালয়েশিয়ার নাগরিক। ড্রোন হামলাসহ নানা হুমকি উপেক্ষা করে তারা গাজার ওপর অবরোধ ভাঙার প্রচেষ্টায় দৃঢ় রয়েছেন।
প্রসঙ্গত, মালয়েশিয়া প্রথম দেশ হিসেবে এই মিশনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। বর্তমানে জিএসএফ জাহাজটি গ্রিসের কাছে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে, যা খাদ্য, ওষুধ ও শান্তির বার্তা বহন করছে।