ইসরায়েল সরকার গাজা দখল করার উদ্দেশ্যযুক্ত আক্রমণ (occupation operation) স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনীকে। আর্মি রেডিও ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরার রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। সিদ্ধান্তটি এসেছে তখনই, যখন হামাস যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট শান্তি প্রস্তাবের কিছু শর্তে আংশিক সমর্থন জানিয়েছে।
শুক্রবার–শনিবার প্রকাশিত প্রতিবেদন ও সরকারি সূত্র অনুযায়ী, ইসরায়েল সরকার সামরিক কর্মকাণ্ডকে ‘সর্বনিম্ন’ পর্যায়ে নামিয়ে এনে শুধুমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। আর্মি রেডিওর সংবাদকর্মী ডরোন কাদোস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এর বাস্তব অর্থ হলো: গাজা সিটি দখলের অভিযান আপাতত স্থগিত রয়েছে।”
রয়টার্সের বরাতে খবর পাওয়া গেছে, হামাস যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতামূলক প্রস্তাবে আংশিক সাড়া দিয়েছে — বিশেষ করে জীবিত ও মৃত সব জিম্মিকে ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে — তখনই ইসরায়েল এই নির্দেশ দিয়েছে এবং ওই শান্তি প্রস্তাবের প্রথম পর্যায়ের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নেয়ার কথা বিবৃতিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ষ্টেটমেন্ট অনুসারে, হোয়াইট হাউসের প্রস্তাবটি গাজায় ‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতি ও স্বল্প সময়ের মধ্যে জিম্মি রিলিজসহ একাধিক শর্ত সাপেক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সময়সীমা দিয়েছেন এবং প্রস্তাব মেনে নেওয়ার পর পরিস্থিতি উন্নত হওয়া সম্ভব বলেও মন্তব্য করেছেন।
হামাসের পক্ষ থেকে আংশিক সম্মতি ঘোষণাকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন এবং হামাসও কিছু শর্ত নিয়ে পরবর্তী আলোচনা চেয়েছে। একই সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকৃত অবস্থান, বাস্তবায়ন ও পরবর্তি কূটনৈতিক পদক্ষেপকে কেন্দ্র করে দিশানির্দেশ চরম গুরুত্বের হয়ে দাঁড়িয়েছে।