চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনৈতিক নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে আয়োজিত এক অনুষ্ঠানে নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।
মাচাদো ভেনেজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন। দেশের রাজনৈতিক নিপীড়ন, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে তার নির্ভীক অবস্থানই তাকে শান্তির নোবেলের জন্য যোগ্য প্রার্থী করেছে বলে জানিয়েছে কমিটি।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর শান্তির নোবেল পাওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পাননি।
গত বছর (২০২৪) শান্তির নোবেল পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও, যারা হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার শিকারদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠনে কাজ করে আসছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জন্য নোবেল শান্তি পুরস্কারে ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছিলেন। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান বা সংগঠন ছিল মনোনয়ন তালিকায়।
উল্লেখ্য, ইতিহাসে সবচেয়ে কম বয়সে শান্তির নোবেল জয় করেন পাকিস্তানের মালালা ইউসুফজাই, ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে। অপরদিকে সবচেয়ে বেশি বয়সে নোবেল জয় করেন জোসেফ রোটব্লাট, যিনি ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে এ পুরস্কার লাভ করেন। এখন পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান শান্তির নোবেল পুরস্কার পেয়েছে।