দীর্ঘ তিন দশকের সফল অভিনয় জীবনের পর অবশেষে ভারতের সর্বোচ্চ সম্মানগুলোর একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড কিং শাহরুখ খান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন।
গত ১ আগস্ট যখন এবারের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়, তখন থেকেই শাহরুখ ভক্তদের মধ্যে ছিলো উচ্ছ্বাস। তিনি এই পুরস্কার অর্জন করেছেন তার সুপারহিট সিনেমা ‘জওয়ান’-এর জন্য।
একই বিভাগে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি। তিনি তার প্রশংসিত চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’-এর জন্য এই স্বীকৃতি লাভ করেন।
শাহরুখ খান বলিউডে তার অভিনয় জীবন শুরু করেন নব্বইয়ের দশকে। ক্যারিয়ারে তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল ও সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র উপহার দিয়েছেন। তবে এবারই প্রথমবারের মতো তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করলেন।