দক্ষিণ লেবাননে শুক্রবার (৩ অক্টোবর) ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পর এটিকে অন্যতম বড় লঙ্ঘন হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।
আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলি যুদ্ধবিমান আলি আল-তাহের অঞ্চলে একের পর এক তীব্র বোমা হামলা চালায়। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর বনাঞ্চলে আগুন ধরে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, বোমা হামলার পর কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত কয়েকজন আহত হয়েছেন।
যুদ্ধবিরতির পর থেকে এ অঞ্চলটিতে এটি ইসরায়েলের তৃতীয় বড় আক্রমণ। এর আগেও লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন ও আর্টিলারি হামলার ঘটনা ঘটেছে, যা সীমান্ত উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
এদিকে আল-নাকুরা উপকূলে এক জেলের কাছে একটি এফপিভি (FPV) ড্রোন থেকে সাউন্ড বোমা ফেলে আতঙ্ক সৃষ্টি করেছে ইসরায়েলি সেনারা। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত ড্রোন হামলা চালানো হচ্ছে, ফলে অনেক পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ অক্টোবর দক্ষিণ লেবাননের জেজিন জেলার আল-জারমাক ও মারজিউনের আল-খারদালি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একটি গাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে দুজন নিহত ও একজন গুরুতর আহত হন।