বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে তিনি বাংলাদেশে ফিরে আসবেন এবং জনগণের পাশে থাকবেন। বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিবিসি বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় তারেক রহমান বলেন, “আমি জনগণকে একা রেখে রাজনীতি করতে চাই না। নির্বাচন সামনে রেখে দেশে ফিরে জনগণের পাশে দাঁড়াতে চাই।”
তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।”
সাক্ষাৎকারে তারেক রহমান সরকারের সমালোচনা করে বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখছে। কিন্তু জনগণ এ অবস্থা চায় না।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, জোটের সমন্বয়, এবং নির্বাচনে অংশগ্রহণের কৌশল নিয়েও তিনি সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করেন।
তিনি জানান, “আমরা গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন চাই। এ জন্য দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। ২০০৮ সালে দেশে মামলার মুখোমুখি হওয়ার পর তিনি যুক্তরাজ্যে যান।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, উপযুক্ত সময় ও নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে তারেক রহমান দেশে ফিরবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই ঘোষণা বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে।
নির্বাচনের সময় ঘনিয়ে আসায় তার দেশে ফেরা বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন প্রত্যাশা জাগাবে বলে মত দিয়েছেন তারা।