পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এ নোটিশ পাঠান। বিষয়টি আইনজীবী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৬ অক্টোবর ইউটিউবে ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মুফতি ফয়জুল করিম বক্তব্য দিতে গিয়ে বলেন—“শুধু কুরআন কিচ্ছু না।” শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি।”
এই বক্তব্যগুলোকে নোটিশে “পবিত্র কুরআনের মর্যাদা ও মুসলমানদের ধর্মীয় অনুভূতির পরিপন্থি” হিসেবে উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, ফয়জুল করিমের উক্তি বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধের শামিল। তাকে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে প্রকাশ্যে সুস্পষ্ট বিবৃতি দিয়ে মন্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যেন ধর্ম অবমাননামূলক কোনো মন্তব্য না করেন—এমন লিখিত প্রতিশ্রুতি দিতে আহ্বান জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
আইনজীবী শেখ ওমর বলেন,“পবিত্র কুরআন নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আমাদের সংবিধান, ধর্মীয় মূল্যবোধ ও দণ্ডবিধির পরিপন্থি। সময়মতো ক্ষমা না চাইলে আমরা আইনি প্রক্রিয়ায় যাব।”