শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সাত পথে দেশে প্রবেশ করছে অস্ত্র: সক্রিয় অন্তত পাঁচটি চক্র কিশোরগঞ্জে নৌঘাটে বিএনপি নেতার চাঁদাবাজির দৌরাত্ম্য, প্রতিদিন ৬০০ টাকা দিতে বাধ্য মাঝিরা ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো একজন দিকহারা কোচের ভুলে ডুবতে বসেছে ফুটবলের নবজাগরণ, কবে শেষ হবে এই সিন্ডিকেট? কর্মসূচি প্রত্যাহার না হলে সমন্বয়কদের হত্যার নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা: আসিফ মাহমুদ ৬ বছর কি ভাই হত্যার বিচার পাওয়ার জন্য যথেষ্ট না? প্রশ্ন আবরারের ভাই আবরার ফাইয়াজের আমি একা বিসিবি নির্বাচন করলেও পাস করতাম : তামিম পবিত্র কুরআন নিয়ে ‘আপত্তিকর মন্তব্যে’ চরমোনাই পীরপুত্র ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন রাজবাড়ীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি আধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ফখরুলের সাক্ষাৎকার বিতর্ক, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না: মির্জা ফখরুল

  • আপডেটঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কলকাতার অনলাইন প্রকাশনা এই সময়-এ প্রকাশিত একটি সাক্ষাৎকার আজ রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যেখানে প্রকাশিত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্পর্কে জামায়াত ও এনসিপি-সংক্রান্ত নানা মন্তব্য থাকায় বিতর্ক ছড়ায়। পরে মির্জা ফখরুল উক্ত সাক্ষাৎকারটি ‘ভুয়া’ বলেই ঘোষণা করেছেন এবং দাবি করেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরির করা হয়েছে।

প্রকাশিত বক্তব্যে বলা হয়েছিল, মির্জা ফখরুল জামায়াতকে ‘মাথায় উঠতে দেবো না’ বলে মন্তব্য করেছেন এবং জামোয়াত বিএনপির কাছে আসন চেয়েছে—প্রাথমিকভাবে ৩০টি আসনের কথা বলা হয়। এই অংশগুলো দ্রুত সামাজিক ও স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জামায়াতে ইসলামী ও এনসিপি উভয় পক্ষই তীব্র প্রতিক্রিয়া জানায়। জামায়াত প্রকাশ্যে বলেছে, এসব বক্তব্য মিথ্যা ও অপমানজনক।

তবে আওয়ামী লীগ-সমর্থক কোনো বহির্ভূত মিডিয়ায় প্রকাশিত ওই সাক্ষাৎকার সম্পর্কে বিএনপির তরফে বলা হয়েছে, বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে; মির্জা ফখরুল নিজেও নিউইয়র্ক থেকে ফোন করে জানিয়েছেন, তিনি এই সময়-কে কোনো সাক্ষাৎকার দেননি এবং প্রকাশিত কথাগুলো তার না—এটি ‘ফেক ও ফ্যাব্রিকেটেড’ দাবি করেছেন তিনি।

প্রকাশিত খবরে বলা হয়েছিল জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন স্থানে প্রার্থীর নাম ঘোষণা করছে; আবার এনসিপিকে ‘কোনো শক্তি নয়’ বলে মন্তব্য থাকায় এনসিপি নেতারা এই বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। সংঘটিত বিতর্কে বিএনপির মিডিয়া সেল বলেছে, প্রকাশিত রূপ দিন-মিথ্যা ও বিভ্রান্তিকর ছিল—তাই বিষয়টি সংশোধন করা প্রয়োজন।

বিগত কয়েকঘণ্টায় বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সংবাদমাধ্যম ঘটনাটিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে; একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে নির্দেশনা এসেছে—যদি কোনো সাক্ষাৎকার প্রকাশ করা হয়, সেটি নেতা নিজে না দিলে তা যাচাই করে নেয়া হবে। রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা দ্রুত আলোচিত হওয়ায় ভবিষ্যতে অনুরূপ রির্পোটিং নিয়ে সতর্কতা প্রয়োগের আহ্বান শুনাগেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এ জাতীয় আরও খবর...

© All rights reserved BD News Ekattor © 2025
Website Developed By Digital Sheba Agency