দেশ গঠনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
মঙ্গলবার টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া স্টেডিয়ামের ব্রিজ সংলগ্ন এলাকায় দুই শিশুর পানিতে ডুবে যাওয়ার ঘটনায় অভিভাবকদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, মর্মান্তিক এ দুর্ঘটনায় মেহেদী হাসান (৮) ও আদিব (৯) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা কাজ চালিয়ে যাচ্ছেন।
টুকু বলেন, “নদী-নালা ও খাল-বিলের দেশে শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো জরুরি। এতে করে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। কিন্তু নগরায়ণের ফলে শহরে আর আগের মতো পুকুর ও খাল না থাকায় শিশুরা সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ বাস্তবতাকে সামনে রেখে আগামী দিনে আধুনিক নগরায়নের পরিকল্পনা নিতে হবে।”
বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন,
“একা দেশ পরিবর্তন সম্ভব নয়। তবে সদইচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে পরিবর্তনের ইচ্ছা জাগিয়েই প্রকৃত রূপান্তর সম্ভব। বিএনপি আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিশুকাল থেকে যোগ্য নাগরিক গড়ে তুলতে উদ্যোগ নেবে।”