বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেটাঙ্গনে। নির্বাচনকে ঘিরে বিভিন্ন পক্ষ থেকে একের পর এক অভিযোগ আসছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ কয়েকজন ক্রিকেট সংগঠক। সেখানে তারা অভিযোগ করেন, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করছেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগীয় পর্যায়ে কাউন্সিলর মনোনয়নে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন।
তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বলেন,
“আমরা চাই বিসিবির সুষ্ঠু নির্বাচন হোক। সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। কাউন্সিলরশিপে অযাচিত পরিবর্তন মেনে নেওয়া হবে না।”
একই অনুষ্ঠানে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাউন্সিলর ইশরাক হোসেন সতর্ক করে বলেন,
“যদি সরকারি হস্তক্ষেপ বন্ধ না হয়, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”
আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। এছাড়া সদস্য হিসেবে থাকছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।