ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ছাগল চুরির ঘটনায় দেখা গেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। চুরি যাওয়া ছাগল ফেরত না পেয়ে সাধারণত যেমন চোরকে গালমন্দ বা অভিশাপ দেওয়া হয়, তার পরিবর্তে গ্রামের যুবক আলামিন জোমাদ্দার সবুজ আজ শুক্রবার স্থানীয় মসজিদে চোরের হেদায়েত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। প্রথমে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়লেও পরে তিনি ভিন্নভাবে চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ কখনো অভাব আবার কখনো লোভের কারণে অপরাধে জড়িয়ে পড়ে। তাই শত্রুতা না করে আল্লাহর কাছে দোয়া করা উত্তম, যাতে চোর তার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে।
এ উপলক্ষে সবুজ মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানান। স্থানীয় মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সবুজের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়। কিন্তু এ ধরনের আয়োজন মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।”