জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করেছে ছাত্রশিবি সংগঠন। সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে “নিরাপদ পানি পান কর্মসূচি” এর অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়।
শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু থেকেই নানা সমস্যার মুখোমুখি। প্রশাসন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা করতে পারেনি। এজন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি এবং এটি চলমান থাকবে।”
সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা প্রশাসনের দায়িত্ব। আমরা তাদের জানিয়েছি যে, কয়েকটি ফিল্টার দিয়ে এত শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব নয়। তাই সংগঠন হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে ছাত্রী হলে শীতল পানির ফিল্টার স্থাপন, ওয়াশিং মেশিন ও স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে।”
এ সময় শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, এইচআরএম সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।