কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর নির্বাচনী প্রচারণা ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উখিয়ার দক্ষিণ হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী হাতে লিফলেট নিয়ে স্থানীয়দের উদ্দেশে বলছেন—
“বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আমরা সবাই ভাই ভাই। শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাই।” ভিডিওটি ছড়িয়ে পড়ার পর উখিয়া ও আশপাশের এলাকায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন— দীর্ঘদিনের বিরোধী শক্তিগুলোকে হঠাৎ ‘ভাই’ আখ্যা দেওয়ার পেছনে উদ্দেশ্য কী?
একজন সিনিয়র বিএনপি নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন,
“এটি পরিকল্পিত বক্তব্য। এখনো শহীদ ছাত্র-জনতার রক্ত শুকায়নি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা করা মানে জাতির সঙ্গে বেইমানি এবং বিএনপিকে দুর্বল করার প্রচেষ্টা।” তণমূল নেতাদের অভিযোগ, এ ধরনের বক্তব্য দলীয় অবস্থানকে বিভ্রান্ত করছে এবং ভোটারদের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। এতে নির্বাচনী মাঠে বিএনপির কৌশল দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সমালোচনার মুখে জামাল মাহমুদ চৌধুরী নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন,
“আমরা প্রচারণার অংশ হিসেবে পাড়ায় পাড়ায় লিফলেট বিতরণ করেছি। সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে কথা বলতেই ওইভাবে বলেছি। খারাপ কিছু বলিনি। ভিডিওর কিছু অংশ কেটে প্রচার করা হয়েছে।”
বিশ্লেষকদের মতে, উখিয়া-টেকনাফ আসন সবসময়ই সংবেদনশীল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে ছোট একটি বক্তব্যও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিএনপি মনোনয়নপ্রত্যাশীর প্রচারণায় এ ধরনের বিতর্কিত মন্তব্য কৌশল দুর্বল করার পাশাপাশি দলীয় ভেতরে ভাগাভাগি ও অনাস্থা আরও তীব্র করতে পারে।