বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন,“কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন।”
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রস্তুতির প্রসঙ্গে তিনি বলেন— ১৮ মাস আগ থেকেই বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত মনোনয়ন বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। নির্বাচনী আসনের তুলনায় বিএনপি মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ। স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা এবং বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে।