গাজীপুর মহানগরীর কাশিমপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুরাবাড়ী আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সেদিন সকাল থেকে সুরাবাড়ী আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল। বেলা ১১টার দিকে পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে ভুক্তভোগী শিশুসহ কয়েকজন শিশু খেলছিল। এসময় ভজেন্দ্র সরকার কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
পরে শিশুটির স্বজন ও বড় ভাই স্থানীয়দের সহায়তায় তার ঘর থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে।