মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সাত পথে দেশে প্রবেশ করছে অস্ত্র: সক্রিয় অন্তত পাঁচটি চক্র কিশোরগঞ্জে নৌঘাটে বিএনপি নেতার চাঁদাবাজির দৌরাত্ম্য, প্রতিদিন ৬০০ টাকা দিতে বাধ্য মাঝিরা ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো একজন দিকহারা কোচের ভুলে ডুবতে বসেছে ফুটবলের নবজাগরণ, কবে শেষ হবে এই সিন্ডিকেট? কর্মসূচি প্রত্যাহার না হলে সমন্বয়কদের হত্যার নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা: আসিফ মাহমুদ ৬ বছর কি ভাই হত্যার বিচার পাওয়ার জন্য যথেষ্ট না? প্রশ্ন আবরারের ভাই আবরার ফাইয়াজের আমি একা বিসিবি নির্বাচন করলেও পাস করতাম : তামিম পবিত্র কুরআন নিয়ে ‘আপত্তিকর মন্তব্যে’ চরমোনাই পীরপুত্র ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন রাজবাড়ীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি আধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সাত পথে দেশে প্রবেশ করছে অস্ত্র: সক্রিয় অন্তত পাঁচটি চক্র

  • আপডেটঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটারজুড়ে সাতটি পথে সক্রিয় রয়েছে অস্ত্র পাচারকারীরা—এমন তথ্য উঠে এসেছে সর্বশেষ এক গোয়েন্দা প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, এই রুটগুলো দিয়েই নিয়মিতভাবে রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য অঞ্চলের সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হচ্ছে।

শনাক্ত সাতটি পাচারপথ

চিহ্নিত পয়েন্টগুলো হলো—

  • নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি ও বালুখালী কাস্টমস ঘাট,

  • উখিয়ার পালংখালী,

  • এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নলবনিয়া এলাকা

এই পথগুলো দিয়ে বেশ কিছুদিন ধরেই অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান চলছে বলে জানায় নিরাপত্তা সূত্র।

পাচারে জড়িত পাঁচ চক্র

গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্তত পাঁচটি সংঘবদ্ধ চক্র এই অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের চারটি সশস্ত্র সংগঠনও রয়েছে, যারা স্থানীয় ও পার্বত্য এলাকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ করছে।

প্রধান গন্তব্য: রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য অঞ্চল

পাচারকৃত এসব অস্ত্রের মূল গন্তব্য কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প এবং তিন পার্বত্য জেলার সন্ত্রাসীদের আস্তানা। স্থানীয় সূত্র বলছে, এসব অস্ত্র পরবর্তীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

নির্বাচনের আগে অস্থিরতা বাড়ার আশঙ্কা

সম্প্রতি প্রকাশিত “অবৈধ অস্ত্রে বাড়ছে অস্থিরতা: ৯ মাসে গুলিবিদ্ধ ১৭০” শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অবৈধ অস্ত্রের প্রবাহ উদ্বেগজনকভাবে বেড়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এতে রাজনৈতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির ঝুঁকি রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এ জাতীয় আরও খবর...

© All rights reserved BD News Ekattor © 2025
Website Developed By Digital Sheba Agency