বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন, যদি সাংগঠনিক চাহিদা এবং পরিবারের প্রয়োজনে স্বাস্থ্যগতভাবে সবকিছু মসৃণ থাকে। তার সঙ্গে পোষা বিড়াল জিবু-কেও দেশে ফিরিয়ে আনতে চাইছেন বলে আলোচিত। ইতিমধ্যে পোষা বিড়ালের জন্য পাসপোর্ট ও প্রয়োজনীয় আনুমোদন নেওয়ার বিষয়ে কাজ চলছে।
একাধিক রাজনৈতিক ও পারিবারিক সূত্রে জানা যায়, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে।
তবে শুধু নিজে নয় — কথিত হচ্ছে, তার প্রিয় পোষা বিড়াল জিবু-কেও সঙ্গে ফিরিয়ে আনতে চাইছেন তিনি।
সূত্র বলছে, বিদেশ থেকে আগত করে দেশে ফেরার সময় পোষা প্রাণী সঙ্গে নিয়ে আসা সম্ভব। সেই হিসেবে, জিবু-র পাসপোর্ট, ভ্যাকসিন সনদ ও প্রয়োজনীয় আনুমোদন কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
তামিল-সিনেমার নায়ক নয়, বরং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তারেক রহমান নানাবার্তায় পরিচিত। সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছে তার প্রাণীপ্রেমও — নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোষা বিড়াল জিবু-র সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করার মাধ্যমে।
নেটিজেনরা তারেকের সঙ্গে জিবু-র ছবি ও ভিডিও খুবই উৎসাহ দিয়ে দেখেছেন। অনেকেই বলছেন, এমন আন্তরিকতা মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্ককে নতুনভাবে দেখিয়ে দেয়।
এক সাক্ষাৎকারে তারেক বলেন, “বিড়ালটি আসলে আমার মেয়ের, কিন্তু সময়ের সঙ্গে পুরো পরিবারই তাকে নিজের করে নিয়েছি। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা প্রাণী হিসেবে তৈরি করেছেন; তাই তাঁর সৃষ্টি প্রাণী ও প্রকৃতির যত্ন নেয়া আমাদের দায়িত্ব।”
বিশেষজ্ঞরা বলছেন, দেশে ফিরে রাজনৈতিক দায়িত্ব নেয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও পরিবারের দাবি মেটানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন তারেক। পোষা প্রাণীর বিষয়টিও এক ধরনের মানবিক বার্তা বহন করে।
প্রথমবারের মতো বিপ্লবের পথ ধরেছেন না হলেও — রাজনৈতিক অস্থিরতার মধ্যে—with পোষা প্রাণীকে সামনে রেখে সামাজিক মিথস্ক্রিয়া সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।