ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি না জানিয়ে তাঁর জন্য আইনানুগ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, শিল্পীদের শিল্পচর্চায় স্বাধীনতা থাকলেও কোনো ধর্ম, ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে কটূক্তি করার অধিকার কারও নেই।
রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, ‘বাউল আবুল সরকারের বক্তব্য আমি একটু আগে শুনেছি। তিনি ইচ্ছাকৃতভাবে সমাজে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই এমন মন্তব্য করেছেন বলে আমার মনে হয়েছে। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না; কিন্তু আল্লাহ, ইসলাম কিংবা অন্য কোনো ধর্ম ও ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করার অধিকার আপনার নেই।’
তিনি আরও বলেন, দেশে প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য দেওয়ার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই।
আবুল সরকারের মুক্তি দাবি করা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, যারা তার মুক্তির দাবি করছেন, তাদের আগে তার দেওয়া বক্তব্য ভালোভাবে শোনা উচিত।
রাশেদ খাঁনের মতে, আবুল সরকারের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করেছে।
তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং যথাযথ শাস্তি নিশ্চিত করা হয়, তাহলে ভবিষ্যতে কেউ এমন মন্তব্য করার সাহস পাবে না। আমরা সমাজে শান্তি ও সম্প্রীতি চাই, বিভাজন নয়।’
এ বিষয়ে এখন পর্যন্ত আবুল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।