বিতর্কিত মন্তব্যের কারণে আবারও আলোচনায় এসেছেন রাজনীতিবিদ ফজলুর রহমান। এর আগে তার বেশ কিছু মন্তব্য ঘিরে বিভিন্ন সময়ে সমালোচনা ও আলোচনার জন্ম হয়েছিল।
সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে মন্তব্য করায় ফের আলোচনায় আসেন তিনি। এ বিষয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে নবনির্বাচিত ডাকসু। এতে বলা হয়, জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামী ছাত্রশিবির নেতৃত্বে এসেছে ডাকসুতে।
এর আগে, গত অগাস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মন্তব্য করার কারণে তিনি সমালোচিত হন। তখন বিএনপির পক্ষ থেকে তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়। ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
এছাড়া মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, রাজাকার, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির প্রসঙ্গে তার বিভিন্ন বক্তব্যের ভিডিও গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।