বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাংগঠনিক কাঠামোর আওতায় রাজস্ব খাতভুক্ত সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পদসংখ্যা ও যোগ্যতা
পদ: সহকারী পরিচালক (এডি)
পদসংখ্যা: ২৫টি
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা
দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি; অথবা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
গ্রেড ও বেতন
নবম গ্রেড: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
বয়সসীমা
২০ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর।
শর্তাবলি
১. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
২. লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।
আবেদনের নিয়ম
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://dcd.teletalk.com.bd
আবেদন ফি
পরীক্ষার ফি ২০০ টাকা + টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা।
পরীক্ষার ফি ৫০ টাকা + টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
সময়সীমা
আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা
আবেদন শেষ: ২০ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা
বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.mod.gov.bd
ও www.dcd.gov.bd
ওয়েবসাইটে।