আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় এক লাখ সেনা সদস্য মাঠে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ সব বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনগণই নির্বাচনের মূল শক্তি। নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেও জনগণের অংশগ্রহণই মূল বিষয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হলে সেটি ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি নির্বাচন কমিশনের আইন ও ব্যবস্থাপনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, নির্বাচনের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে এবং বাহিনীর সদস্যসংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা সদস্য থাকলেও নির্বাচনের সময় তা বাড়িয়ে এক লাখে উন্নীত করা হবে।
পুলিশের অভিযানে ইতোমধ্যে বহু অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে আরও অভিযান চলবে। ছাত্র সংগঠনের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের ছোটখাটো মিছিল আর হতে দেওয়া হবে না।” আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা সমস্যার সমাধান হলো দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো, বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।