সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো অ-মুসলিম বিদেশি বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। রাজধানী রিয়াদের একটি লাইসেন্সধারী দোকানে এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বিদেশিরা মদ কিনতে পারবেন। আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী—
শুধুমাত্র অ-মুসলিম বিদেশি বাসিন্দারা মদ কিনতে পারবেন।
তাদের মাসিক আয় থাকতে হবে কমপক্ষে ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩,৩০০ ডলার)।
দোকানে প্রবেশের আগে বেতনের সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক।
রিয়াদের দীর্ঘদিন ধরে পরিচালিত একমাত্র লাইসেন্সধারী এলকোহল স্টোরটি আগে শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের সেবা দিত। এখন থেকে সেখানে অ-মুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি কার্ডধারীরাও কেনাকাটা করতে পারবেন।
এই বিশেষ রেসিডেন্সি কার্ড বা ‘সৌদি গ্রিন কার্ড’ দেওয়া হয়—
দক্ষ পেশাজীবী
উদ্যোক্তা
বিনিয়োগকারীদের
যাদের পাঁচ বছরে অন্তত ৩০ মাস সৌদি আরবে অবস্থান করার রেকর্ড রয়েছে।
সৌদি আরবে মদ বিক্রি ও পান নিষিদ্ধ ছিল কয়েক দশক ধরে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক ও প্রশাসনিক বেশ কিছু সংস্কার কার্যক্রম চালু করেছে দেশটি। তারই অংশ হিসেবে এই নতুন নীতিমালা বাস্তবায়ন করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ ও বৈশ্বিক কর্মীদের জন্য আরও উন্মুক্ত পরিবেশ তৈরি করতেই এই পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব।